বিএনএম প্রার্থী মেজর (অব:) তৌহিদ চাকলাদার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করে ব্যাপক সাড়া ফেলেছেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনএম প্রার্থী মেজর (অব:) তৌহিদ চাকলাদার। প্রতীক বন্টনের আগেই স্বতঃস্ফ্রুর্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যেই ভোটারদের কাছে ব্যাপক সাঁড়াও ফেলেছেন তিনি। দিচ্ছেন নতুন নতুন নানা প্রতিশ্রæতি। এরই মধ্যে কাতুলী, মাহমুদনগর, হুগড়া, কাকুয়া, বাঘিল, দাইন্যাসহ আসনের প্রতিটি ইউনিয়নে গণসংযোগ করছেন। সেই ধারাবাহিকতায় শনিবার তোরাবগঞ্জে গণসংযোগ চালান তিনি।
বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামীলীগের প্রার্থী, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্যের গলাকাটা হয়ে দাঁড়িয়েছেন বিএনএম প্রার্থী মেজর (অব:) তৌহিদ চাকলাদার বলে অভিমত দিয়েছেন সচেতন ভোটার মহল।
ব্যবসায়ী সঞ্জিত সরকার বলেন, নতুন দল বিএনএম এর প্রার্থী গণসংযোগে এগিয়ে রয়েছেন। তিনি উচ্চশিক্ষিত হওয়ায় মুরুব্বি শ্রেণীর ভোটার ও তরুণ ভোটাররা তার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। রিক্সাচালক মতিন মিয়া বলেন, আমাগো আনাহোলা চরের পোলা তৌহিদ। বিএনএম দলের থিকা দাঁড়াইছে। এবার চরের আর কেউ খারায়নাই। সবাই আমরা এক হইছি। ওরেই ভোট দিমু। অন্য প্রার্থী সম্পর্কে জানতে চাইলে সে জানায় কিছু ভোট নৌকা আর এমপি ছানোয়ার পাইতে পারে।
এ বিষয়ে বিএনএম প্রার্থী মেজর (অব:) তৌহিদ চাকলাদার জানান, ভোটারদের ব্যাপক সাঁড়া পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।
উল্লেখ্য, ১৩৪ টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৩৬ হাজার ১৫৮ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৪৬৭ জন ও পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৬৯১ জন।
Share On:
56 Comments
BxEoIPcyzKAPfEb
September 21, 2024 at 11:39amBxEoIPcyzKAPfEb
September 21, 2024 at 11:39amGivUPNjeEbgo
October 19, 2024 at 5:50amycgiulkxbl
November 06, 2024 at 12:09pmMuchas gracias. ?Como puedo iniciar sesion?
CAGpJEeHJg
November 08, 2024 at 10:59amCAGpJEeHJg
November 08, 2024 at 10:59amwDgVGUltSTEDpe
November 13, 2024 at 7:33amwDgVGUltSTEDpe
November 13, 2024 at 7:33amPSujQOgaXyx
November 25, 2024 at 4:50amPSujQOgaXyx
November 25, 2024 at 4:51amLeave A Reply