টাঙ্গাইলের ভুয়াপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার 'স্বামী দশম শ্রেণীর ছাত্র '
নিউজ ডেস্ক:
নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: 05 November, 2024
2K
ভুয়াপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আসামি হচ্ছে কালিহাতী থানার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গোয়ালিয়া বাড়ি গ্রামের মোহাম্মদ কামরুলের ছেলে সৌরভ। সৌরভ নিকরাইল পলসিয়া রানী দীনমণি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। নিহত স্ত্রী হুমায়রা নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। ৬ মাস আগে নিহত হুমায়রা ও আসামি সৌরভ একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। গত ২০ অক্টোবর পারিবারিক সমস্যার জের ধরে আসামি সৌরভ স্ত্রী হুমায়রাকে প্রচন্ড মারধর করেন এতে হুমায়রা অসুস্থ হয়ে পড়ে ঐদিন সন্ধ্যায় মারা যায়।এতে গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হলেও আসামি সৌরভের পরিবার ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। লাশের ময়না তদন্ত করা হলে জানা যায় হুমায়রা শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল ঘাড় ও হাত ভাঙ্গা ছিল। স্ত্রী হত্যা করার পরেও আসামি সৌরভ গ্রামে দাপটের সাথে ঘুরে বেরিয়েছে। গতকাল আসামি সৌরভ নিকরাইল পলসিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা দিতে আসলে ডিবি পুলিশ আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠান।
10 Comments
HUNAvbwN
April 28, 2025 at 8:06pmHUNAvbwN
April 28, 2025 at 8:06pmWdKGGAEdcjP
May 08, 2025 at 7:52pmWdKGGAEdcjP
May 08, 2025 at 7:52pmFaoxgqeNk
July 28, 2025 at 11:26amFaoxgqeNk
July 28, 2025 at 11:26amKsQleisPvH
August 20, 2025 at 6:09pmKsQleisPvH
August 20, 2025 at 6:09pmxaFaMitBCD
September 23, 2025 at 10:42pmxaFaMitBCD
September 23, 2025 at 10:42pmLeave A Reply