বিমানের চাকায় চড়ে কাবুল থেকে দিল্লি, ১৩ বছরের বালকের অবিশ্বাস্য যাত্রা
এক আফগান কিশোর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের (চাকা রাখার স্থান) ভেতর লুকিয়ে কাবুল থেকে ভারতের দিল্লি পর্যন্ত পাড়ি দিয়েছে। প্রায় দুই ঘণ্টার যাত্রার পর অক্ষত অবস্থায় নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছেছে ১৩ বছরের ওই কিশোর।