রাজধানীর গাবতলী এলাকায় মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা অভিযোগ করা হয়েছে। গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্য হয়েছে বলে দাবি স্বজনদের।
বুধবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাবতলী দ্বীপনগর এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত মুকুলের ভাই রব্বানী শেখ জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছেলাচাপরি গ্রামে। তার বাবার নাম মৃত দুলাল শেখ। বর্তমান গাবতলী দ্বীপনগর এলাকায় থাকেন তারা। গাবতলীর ওই এলাকায় বালু-সিমেন্ট বহনের কাজ করেন।
তিনি আরো জানান, রাতে কাজ শেষ করে দুই ভাই হেঁটে বাসায় ফিরছিলেন। তখন হুট করে ১০ থেকে ১২ জন তাদের উপর হামলা করে। অন্ধকারে তাদেরকে এলোপাতাড়ি পিটাতে থাকে। প্রাণ বাঁচাতে রব্বানী সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যান। তবে একা পেয়ে মুকুলকে পিটিয়ে যখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আহত মুকুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গ্রামে তাদের জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি দ্বন্দ্ব চলছিল। দুই বছর আগে তাদেরকে সেই প্রতিপক্ষ ব্যাপক মারধর করেছিল। তাদের ভয়েই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ করেন মুকুল, রব্বানী। গাবতলীর ঠিকানা বের করে প্রতিবেশী কামরুল, লালু, আনোয়ার, জাহাঙ্গীর, লোকমান, ইয়াসিন, হাকিম, সাইদুল, ওয়াজেদ ফকিরসহ ১০/১২ জন মিলে রাতে তাদের উপর হামলে করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গাবতলী এলাকা থেকো এক যুবককে স্বজনরা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, প্রতিবেশীরা পিটিয়ে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply