টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান মিশু (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।শুক্রবার (১৭ মে) রাত ১২টার দিকে উপজেলার কষ্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী কয়েড়া গ্রামের নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম মোল্লার ছেলে। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া।
পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেলে ভূঞাপুর থেকে গ্রামের বাড়ি কয়েড়া ফিরছিলেন। পথিমধ্যে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের কষ্টাপাড়া এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। রাস্তার পাশে ছিঁটকে পড়ে যায় মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মেহেদীর।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন।
Share On:
6 Comments
mmWOgJGZoB
September 18, 2024 at 9:39pmmmWOgJGZoB
September 18, 2024 at 9:39pmyQhWpudSPb
September 21, 2024 at 11:37amyQhWpudSPb
September 21, 2024 at 11:37amVkKEFQTQSCsnh
September 24, 2024 at 5:02pmVkKEFQTQSCsnh
September 24, 2024 at 5:02pmLeave A Reply