ফেনীর পরশুরামে মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৫টি মেশিন এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করেছে বর্ডার গর্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মেশিন ও উত্তোলনকৃত বালুর আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে পরশুরাম উপজেলাধীন বাউরখুমা এলাকায় মুহুরী নদীতে এ অভিযান চালানো হয়।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খাঁন জানান, পরশুরাম উপজেলার বাউরখুমা এলাকায় মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ৩৫টি মেশিন এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। বৈধ বালু মহল বলে এখানে অনেকের মুখে শুনেছি কিন্তু কেউ অভিযানের শুরু থেকে রাত পর্যন্ত বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ফেনী ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিজিবি সদস্য, পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমসহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে গঠিত একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তবর্তী নদী হতে বালু উত্তোলনের বিরুদ্ধে আভিযান অব্যাহত থাকবে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply