ইতালি গমনেচ্ছু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্যে মো. রিগান বলেন,‘৩১ মার্চ থেকে ই-মেইলে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়া চালু করে ভিএফএস গ্লোবাল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেইজে নোটিশ প্রকাশিত হয়। নোটিশ অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে আমরা ই-মেইল করি। ১ মে থেকে আমরা যারা ই-মেইল করেছি, প্রায় ৬ মাস অতিবাহিত হলেও আমাদেরকে কোন অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া হয়নি। আগস্টের শেষের দিক থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পুরোপুরি বন্ধ থাকায় অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশির সংখ্যা ২০ থেকে ২৫ হাজার ছাড়িয়েছে। মেইল করার এক দুই মাস আগে আমাদের নোলস্তা (ওয়ার্ক পারমিট) ইস্যু করা হয়। সেই হিসেবে আমাদের অপেক্ষা ৭/৮ মাস। কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই তথ্য ভিএফএস কর্তৃপক্ষের কাছে নেই।’
আগামী ২০ অক্টোবরের মধ্যে বন্ধ থাকা ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া চালু, আপয়েন্টমেন্ট ই-মেইলের ৩০ দিনের মধ্যে ভিসার আবেদন জমার ব্যবস্থা, আবেদনের পর সর্বোচ্চ ৬০ কর্মদিবসের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে ভিসার আবেদন নিষ্পত্তিসহ ৫ দফা দাবি জানিয়েছেন ‘ইতালি গমনেচ্ছু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা’। তারা বলেন, আমরা সাত আট মাস অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকতে থাকতে চরম মানসিক ও আর্থিক ক্ষতির মধ্যে আছি।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়।
বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ), ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি এবং বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে ইতালি গমনেচ্ছু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের সমস্যার কথা তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতির সভাপতি শাহ্ মোহাম্মদ তাইফুর রহমান, বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরামের (বিএমডিএফ) সভাপতি খায়রুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক সামসুন নাহার আজিজ লীনা, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় প্রমুখ।
ইতালি গমনেচ্ছু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্যে মো. রিগান বলেন,‘৩১ মার্চ থেকে ই-মেইলে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়া চালু করে ভিএফএস গ্লোবাল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেইজে নোটিশ প্রকাশিত হয়। নোটিশ অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে আমরা ই-মেইল করি। ১ মে থেকে আমরা যারা ই-মেইল করেছি, প্রায় ৬ মাস অতিবাহিত হলেও আমাদেরকে কোন অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া হয়নি। আগস্টের শেষের দিক থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পুরোপুরি বন্ধ থাকায় অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশির সংখ্যা ২০ থেকে ২৫ হাজার ছাড়িয়েছে। মেইল করার এক দুই মাস আগে আমাদের নোলস্তা (ওয়ার্ক পারমিট) ইস্যু করা হয়। সেই হিসেবে আমাদের অপেক্ষা ৭/৮ মাস। কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই তথ্য ভিএফএস কর্তৃপক্ষের কাছে নেই।’
তিনি বলেন,‘ ওয়ার্ক পারমিট (নোলস্তা) দেওয়ার পর থেকে ইতালির নিয়োগকর্তারা আমাদের নিয়োগের অপেক্ষায় আছে। আগামী বছরের মার্চ থেকে যে মৌসুম শুরু হবে তার আগেই কাজে নিয়োগের জন্য ইতালি পৌছানোর তাগিদ দিচ্ছেন তারা। সময়মতো কাজে যোগ দিতে না পারলে কার্যাদেশ বাতিল করতে পারেন।’
তিনি বলেন,‘ভিএফএস গ্লোবালে গিয়ে ই-মেইল চেক করে মেইলের সর্বশেষ অবস্থা জানতে পারলেও অক্টোবর থেকে সেটিও বন্ধ রয়েছে। এতে করে দালাল চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে। এদের হাতে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীরা প্রতারণার শিকার হচ্ছেন।’
এই সমস্যা সমাধানে তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে: ২০ অক্টোবরের মধ্যে ব্যাকলকে থাকা ই-মেইলের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করা, অ্যাপয়েন্টমেন্ট ই-মেইলের ৩০ দিনের মধ্যে ভিসার আবেদন জমার ব্যবস্থা করা, ৬০ কর্মদিবসের মধ্যে সকল প্রক্রিয়া শেষ করে ভিসার আবেদন নিষ্পত্তি করা, ভুক্তভোগীদের সঙ্গে ভিএফএস গ্লোবালের হয়রানি বন্ধ, অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া পর্যন্ত ব্যাকলকে থাকা ই-মেইল চেকিং ও ট্রেকিং এর মাধ্যমে সর্বশেষ অবস্থা জানার সুযোগ দেওয়া, এম্বাসি ও ভিএফএস গ্লোবাল থেকে তথ্য জানানো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রতারকদের হয়রারি বন্ধ করা।
২০ অক্টোরের মধ্যে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।
Share On:
4 Comments
muynidMMlWQHq
November 08, 2024 at 10:59ammuynidMMlWQHq
November 08, 2024 at 10:59amQUpZDyqGNK
November 09, 2024 at 9:43amQUpZDyqGNK
November 09, 2024 at 9:43amLeave A Reply