কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। এই সফলের অন্যতম নায়ক কোচ লিওনেল স্কালোনি। তার অক্লান্ত পরিশ্রমের কারণেই সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখতে পেরেছে মেসি-ডি মারিয়ারা। ফলে বেশ কয়েকটি স্বীকৃতি পেয়েছেন এই আর্জেন্টাইন কোচ। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরও একটি স্বীকৃতি।
নিজের জন্মস্থান পুজাতো শহরের সড়কের নাম দেওয়া হয়েছে ‘লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি’।
বিশ্বকাপ জয়ের কিছুদিন পরই পুজাতোর স্থানীয় সরকার দানিয়েল কুয়াকুয়ারেনি কথা দিয়েছিলেন স্কালোনির নামে সড়ক তৈরি করার।
সেই কথাই রাখলেন কুয়াকুয়ারেনি। এই সপ্তাহে স্কালোনির নামে নামকরণ করা হয়েছে একটি সড়কের।
সম্মানজনক এই স্বীকৃতি পেতে স্কালোনি উপস্থিত ছিলেন পুজাতোর স্থানীয় ক্লাব মাতিয়েনসোতে।
সেখানে ক্লাবের তরুণ ফুটবলার ও সমর্থকরা আর্জেন্টাইন কোচের অটোগ্রাফ ও তাকে একনজর দেখতে মুখিয়ে ছিলেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply