বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ টাংগাইল, আমার প্রিয় শিক্ষক প্রিন্সিপাল আনন্দ মোহন দে স্যার।
মা-বাবার পরেই আমাদের স্নেহ-মমতা আর ভালোবাসায় জড়িয়ে রাখেন আমাদের শিক্ষকেরা। কখনো একটু শাসন, কখনো একটু সমর্থন, কখনো একটু একটু করে সাহস জুগিয়ে আমাদের হৃদয় সিংহাসন দখল করে নেন তারা। কিছু কিছু শিক্ষক থাকেন যারা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে যান। চাইলেও আমরা তাদের ভুলতে পারি না। আমার জীবনে ঠিক তেমনি একজন শিক্ষক প্রিন্সিপাল আনন্দ মোহন দে স্যার।হ্যাঁ, বলছিলাম গণিতের প্রভাষক প্রিন্সিপাল আনন্দ মোহন দে স্যারের কথা। যিনি আমার শিক্ষা জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন। স্যার, আপনি হাজারো শিক্ষার্থীদের মনেপ্রাণে আজন্মকাল গেঁথে থাকবেন। আপনার সান্নিধ্যে কাটানো সময়গুলো আমার শিক্ষা জীবনের সবচেয়ে দামী সময়। একজন ছাত্র কিভাবে পরিপূর্ণ মানুষ হতে পারে সেই শিক্ষা আমি আপনার কাছে পেয়েছি। এইটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। আপনাকে অনেক ভালোবাসি স্যার। দোয়া করবেন স্যার আপনার সেই ছোট্ট হৃদয় যেন একজন ভালো সাংবাদিক হতে পারে।
Share On:
16 Comments
kARqRnSlFLDsN
January 30, 2025 at 1:45pmkARqRnSlFLDsN
January 30, 2025 at 1:45pmglKXHCnGvi
June 06, 2025 at 7:55amglKXHCnGvi
June 06, 2025 at 7:55amfTWywUZQLMlJmNz
June 30, 2025 at 1:34pmfTWywUZQLMlJmNz
June 30, 2025 at 1:34pmjpZebBGpfDg
July 12, 2025 at 11:37pmjpZebBGpfDg
July 12, 2025 at 11:37pmQbtSqQKhxwJKa
July 19, 2025 at 8:54amQbtSqQKhxwJKa
July 19, 2025 at 8:54amLeave A Reply