মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের কৌশল নিয়ে সংবাদের প্রধান শিরোনাম, ‘বিএনপির কারা ভোটে আসছে দেখে, 'কৌশল সাজাবে' আওয়ামী লীগ’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কেউ কেউ নির্বাচনে আসতে পারেন। কেউ কেউ প্রস্তুতিও নিচ্ছেন। এর মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কারা আসলেন।’
আগামী ৭ই জানুয়ারি ভোটগ্রহণের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলগুলো তফসিল প্রত্যাখ্যান করেছে।
বিএনপিকে ভোটে আনার কোনো কৌশল আওয়ামী লীগের আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘আনার কৌশল আমাদের নেই। তারা (বিএনপি) এলে আমাদের আপত্তি নেই। তারা এলে স্বাগতম।
কোনো আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাদের প্রার্থী যেন বিজয়ী হয়ে না যান, সেজন্য ‘ডামি প্রার্থী’ রাখারও নির্দেশনা এসেছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে।
0 Comments
No Comment YetLeave A Reply