নুসরাতের আগের কাজগুলো সবসময়ই প্রশংসিত হয়েছে। এবার তিনি যে নতুন এক ঘরানার সুপার ন্যাচারাল গল্প নিয়ে দর্শকদের সামনে আসছেন, তা আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
সিফাত নুসরাতের প্রথম বই ‘রুহি’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চিত্রনায়ক জয়, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগারাফার পিয়াল হোসেন, মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা এবং চলচ্চিত্র প্রযোজক এবং সাকিব সনেট সংবাদ সারাবেলার সম্পাদক কাজী আবু জাফর প্রমুখ।
নবীন লেখিকার পাশাপাশি সিফাত নুসরাত একজন সফল ব্রাইডাল মডেল, ব্যবসায়ী এবং উদ্যোক্তা।
0 Comments
No Comment YetLeave A Reply