টানা বর্ষণ-পাহাড়ি ঢল: বাঁশখালীতে এক শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। যার ফলে ঢুবে গেছে বসতবাড়ি, ঝুঁকিতে রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দারা। এরই মাঝে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে নোহান মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।