রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। তবে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ে ১৫ মিনিট আগে। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। তবে শান মাসুদ ও সায়েম আয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের পরিবর্তেম একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরলেন এই টাইগার পেসার। আর ফিরেই পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন।
ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে পাক ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান তাসকিন। স্কোরবোর্ড রান যোগ করার আগেই ফিরে যান এই পাক ওপেনার।
এরপর ক্রিজে আসা পাক অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সায়েম আয়ুব। দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। তবে সময়ের সঙ্গে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তারা।টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে ৫৫ বলে ফিফটি তুলে নেন শান মাসুদ। শেষ পর্যন্ত ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। মাসুদ ৬২ বলে ৫৩ ও আয়ুব ৮৩ বলে ৪৩ রানে অপরাজিত আছেন।
টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে ৫৫ বলে ফিফটি তুলে নেন শান মাসুদ। শেষ পর্যন্ত ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। মাসুদ ৬২ বলে ৫৩ ও আয়ুব ৮৩ বলে ৪৩ রানে অপরাজিত আছেন।
Share On:
8 Comments
vgntcSoJzU
September 24, 2024 at 5:02pmvgntcSoJzU
September 24, 2024 at 5:02pmnghbTJqBRfX
October 30, 2024 at 8:03pmnghbTJqBRfX
October 30, 2024 at 8:03pmSOoHpBana
November 08, 2024 at 10:59amSOoHpBana
November 08, 2024 at 10:59amIZDfgNslKHwUj
November 14, 2024 at 5:03amIZDfgNslKHwUj
November 14, 2024 at 5:03amLeave A Reply