গজারি বনের গভীরে লুঙ্গি-পাঞ্জাবিতে ঢাকা খুলি ও হাড়গোড়
গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথায় খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গভীর জঙ্গলের ভেতর গাছের ডাল কুড়াতে গিয়ে পাঞ্জাবি ও লুঙ্গি দিয়ে ঢাকা মানবদেহের মাথায় খুলি হাড়গোড় দেখতে পান এক নারী। পরে পুলিশ গিয়ে সেগুলোসহ আশপাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে। শ্রীপুর থানা-পুলিশ বলছে, মাথার খুলি ও হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, তা নিশ্চিত হওয়া যায়নি।