আগামী সপ্তাহে ফের ঝড়-বৃষ্টির আভাস
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ফের ঝড়-বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার রাতের তাপমাত্রা কিছুটা কমলেও এরপর থেকে বাড়তে পারে। শুক্র ও শনিবারও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।