দুই কোটি টাকা নিয়ে যাত্রীদেরকে ঘুরানো হচ্ছে দিনের পর দিন। অভিযোগ যাত্রীদের।
রিক্রুটিং এজেন্সি আর এল নাম্বার ৭১৩, বিদেশে পাঠানোর নামে প্রতারণা।
কামাল ইন্টারন্যাশনাল নাম্বার ৭১৩ এর মালিক কামাল হুসাইন সরলমনা বিদেশগামী যাত্রীদের জার্মানি,
মন্টিনিগো এবং সেন্ট্রাল এশিয়ার দেশ কিরগিস্থানে পাঠানোর নাম করে আনুমানিক ২ কোটি টাকা এবং পাসপোর্ট জমা নেয়। যাত্রীদেরকে গ্যারান্টি দিয়ে ভিসা দেওয়ার কথা বলে নির্দিষ্ট সময় নেয়া হয়। এরপর নির্দিষ্ট সময় পর ভিসা দিতে না পারায় যখন যাত্রীরা টাকা এবং পাসপোর্ট ফেরত চাইতে যায়,
তখন যাত্রীদেরকে মিথ্যা তথ্য দিয়ে বুঝি আরো কয়েক দফা সময় বাড়ানো হয়। এভাবে ৭-৮ মাস সময় চলে যাওয়ার পর যাত্রীরা তাকে পাসপোর্ট ফেরত দিতে বললে সে তাদের সাথে দূর ব্যবহার করে এবং প্রাননাশের হুমকি দেয়।
জানা যায় মিলন তালুকদার মহাখালী,
২ লাখ টাকা এবং ৫ টা পাসপোর্ট দেয় কিরগিস্থানে জন্য। তাকে বলা হয়েছে ১০ দিনের মধ্যে ভিসা দেয়া হবে। আজকে তিন মাস চলছে ভিসা দিতে পারছে না, পাসপোর্ট এবং টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছে কামাল ইন্টারন্যাশনাল মালিক। নোয়াখালীর আব্দুল মতিন কিরগিস্থানে জন্য জমা দিয়েছে ১.৫ লাখ টাকা। আরেকজন ভুক্তভোগী রফিক জমা দিয়েছে ৩ লক্ষ টাকা। ভুক্তভোগীর অভিযোগ তিনি এখন বাড়িতে যেতে পারছে না,
ঢাকাতে থাকতে হচ্ছে ভয় নিয়ে। এদিকে ময়মনসিংহের আরেফিন ৫ লক্ষ টাকা জমা দিয়েছে দশটা পাসপোর্ট এর জন্য। তাকে আজকে সাত মাস যাবত ঘোরানো হচ্ছে। এরপর মনিরুল ইসলাম জমা দিয়েছে ১০ লক্ষ টাকা দশটা পাসপোর্ট এর জন্য, কামরুজ্জামান বাড়ি ফেনী,
নাগরিক আলো প্রতিবেদকের সামনে কান্নায় ভেঙ্গে পড়ে। পড়ে থাকে শান্ত করে পুরো ঘটনা বলতে বলা হয়। কামরুজ্জামান বলে আমি এখন জীবন্ত মৃত একজন মানুষ। কামাল ইন্টারন্যাশনাল মালিককে ৫ লক্ষ টাকা দিয়ে আজকে পথে পথে ঘুরতে হচ্ছে। বাড়ি যেতে পারছি না। এছাড়াও আরো ২০ থেকে ২৫ জন ভুক্তভোগী সবাই প্রশাসনের দৃষ্টি কামনা করছে ।
অভিযুক্ত কামাল ইন্টারন্যাশনাল এর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই বিষয় জানার জন্য তাকে বারবার ফোন করা হলে সে ফোন রিসিভ করেনি।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply