পিরোজপুরের ইন্দুরকানীতে জাহাজের ধাক্কায় গ্যাংওয়েসহ ফেরিঘাট বিচ্ছিন্ন রয়েছে। এতে কঁচা নদীর টগড়া-চড়খালী রুটের ফেরি চলাচল দুদিন ধরে বন্ধ রয়েছে।
জানা যায়, শনিবার রাতে চড়খালী প্রান্তে ঘাটে ফেরি লাগানো থাকা অবস্থায় পিরোজপুরগামী বলেশ্বর-১ লাইটার জাহাজ ফেরিতে ধাক্কা দিলে ঘাটের গ্যাংওয়েসহ ফেরিঘাট বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ফেরির পেছনের অংশ, গ্যংওয়ের বেইলি ব্রিজ ও বিভিন্ন প্রান্তের টানা ছিঁড়ে ব্যাপক ক্ষতি হয়। এই রুট থেকে জেলার বিভিন্ন উপজেলার চলাচলের একমাত্র পথ। ফেরিটি বন্ধ থাকার কারণে প্রায় ২৫ কিলোমিটার পথ ঘুরে এই রুটের গাড়িগুলোকে চলাচল করতে হচ্ছে।
এদিকে সাধারণ পথচারীরা নদী পারাপারের জন্য খেয়ার ট্রলারে পার হচ্ছেন। সেই সুযোগে ট্রলার ভাড়া দুই থেকে তিনগুণ বৃদ্ধি করে আদায় করে নিচ্ছে। কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নাই।
পরিবহণ ড্রাইভাররা জানান, আল্লাহ আমাদের রহমত করেছেন। আমাদের অনেক গাড়ি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। তবে নদীতে পর্যাপ্ত সিগন্যাল বাতি না থাকায় ও বিভিন্ন জায়গায় ডুবোচরের কারণে এ ধরনের দুর্ঘটনা হচ্ছে।
স্থানীয়রা জানান, কঁচা নদীর মধ্য বিভিন্ন স্থানে ডুবোচর থাকার কারণে এ রুটে চলাচলকারী জাহাজ প্রায়ই গতিপথ হারিয়ে বিপদের সম্মুখীন হয়।
ফেরির সুপারভাইজার হায়দার জানান, শনিবার সন্ধ্যায় আমরা টগড়া থেকে চড়খালী ঘাটে পৌঁছামাত্রই পিরোজপুরগামী একটি জাহাজ এসে ফেরিতে আঘাত করে। এ সময় ফেরিটি গিয়ে পন্টুনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরি ও ঘাটের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply