বুধবার বিকেলের পর রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ভিড় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার রাতের সব বাসের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। বুধবার বিকেলের পর রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ভিড় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার রাতের সব বাসের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
বুধবার বিকেলের পর রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ভিড় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার রাতের সব বাসের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
সায়েদাবাদে বিভিন্ন গন্তব্যে বাসের টিকিট বিক্রি করা মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, সচরাচর বৃহস্পতিবার যাত্রীদের যে ভিড় হয়ে থাকে, তিন দিনের ছুটির কারণে সে ভিড়টা বুধবারই হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন গন্তব্যের বুধবার রাতের বাসের টিকিট সব বিক্রি হয়ে গেছে।
বুধবার বিকেলের পর রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ভিড় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার রাতের সব বাসের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
সায়েদাবাদে বিভিন্ন গন্তব্যে বাসের টিকিট বিক্রি করা মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, সচরাচর বৃহস্পতিবার যাত্রীদের যে ভিড় হয়ে থাকে, তিন দিনের ছুটির কারণে সে ভিড়টা বুধবারই হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন গন্তব্যের বুধবার রাতের বাসের টিকিট সব বিক্রি হয়ে গেছে।
Share On:
41 Comments
CIMGiaHxEMvOlc
September 18, 2024 at 9:39pmCIMGiaHxEMvOlc
September 18, 2024 at 9:39pmUzdpxlpXA
September 24, 2024 at 5:02pmUzdpxlpXA
September 24, 2024 at 5:02pmkqTXDQWhPkD
November 09, 2024 at 9:43amkqTXDQWhPkD
November 09, 2024 at 9:43amlIEuRJBJt
November 14, 2024 at 5:01amlIEuRJBJt
November 14, 2024 at 5:01amKNxYyJUCbUzoH
November 16, 2024 at 7:24pmKNxYyJUCbUzoH
November 16, 2024 at 7:24pmLeave A Reply