ব্যক্তিজীবনে নানাবিধ জটিলতায় আছেন শবনম বুবলীর। তবুও একের পর এক সিনেমায় কাজ করছেন। যেমনটা দেখা যায় না ঢালিউডে।
ব্যক্তিজীবনে নানাবিধ জটিলতায় আছেন শবনম বুবলীর। তবুও একের পর এক সিনেমায় কাজ করছেন। যেমনটা দেখা যায় না ঢালিউডে।
বর্তমানে কাজ করছেন ‘মায়া: দ্য লাভ’ নামের একটি সিনেমায়। যেটার পরিচালক জসিম উদ্দিন জাকির আর নায়ক জিয়াউল রোশান। এই ব্যস্ততার ফাঁকে নতুন আরেকটি ছবিতে যুক্ত হলেন বুবলী।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরের পর সোশ্যাল হ্যান্ডেল মারফত খবরটি তিনি নিজেই প্রকাশ্যে আনলেন। ছবির নাম ‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করবেন রাখাল সবুজ। প্রযোজনায় মীর জাহিদ হাসান।
সিনেমাটির ঘোষণা দিয়ে বুবলী বললেন, “আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।”
তবে এই ছবিতে বুবলীর সঙ্গে কে থাকছেন, সেটা এখনও জানা যায়নি। নির্মাতা-প্রযোজকও আপাতত এ বিষয়ে চুপচাপ রয়েছেন।
বুবলীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত কোরবানির ঈদে। এ উৎসবে তার অভিনীত চয়নিকা চৌধুরীর নির্মাণে ‘প্রহেলিকা’ ও সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবি দুটি মুক্তি পায়। ছবিগুলো মন্দের ভালো সাড়া পেয়েছিল।
এদিকে বুবলীর হাতে ‘মায়া’ ছাড়াও রয়েছে ‘দেয়ালের দেশ’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘খেলা হবে’সহ বেশ কয়েকটি সিনেমা।
Share On:
8 Comments
sOWYtIMzxj
October 26, 2024 at 6:49pmsOWYtIMzxj
October 26, 2024 at 6:49pmGtompHZwcdh
November 15, 2024 at 10:35pmGtompHZwcdh
November 15, 2024 at 10:36pmNICRgPgLyyq
December 04, 2024 at 7:58pmNICRgPgLyyq
December 04, 2024 at 7:58pmlsaVutQCH
December 23, 2024 at 9:12amlsaVutQCH
December 23, 2024 at 9:12amLeave A Reply