সেমিফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের সাবেক চ্যাম্পিয়ন শেলি অ্যান ফ্রেজার-প্রাইস। যার ফলে কিছুটা হলেও রঙ হারায় ফাইনাল ইভেন্ট। এর ফলে, ফেবারিটের তকমাটা ছিল শাকারি রিচার্ডসনের গায়ে। তবে, সবাইকে অবাক করে বাজিমাত সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেডের।
সেন্ট লুসিয়ার এই স্প্রিন্টার দেশকে এনে দিয়েছেন তাদের ইতিহাসের প্রথম পদক। গতকাল শনিবার (৩ আগস্ট) স্তাদ দু ফ্রান্সের বৃষ্টিভেজা ট্র্যাকে ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন জুলিয়েন। আর আরেক বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসন ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে জেতেন রুপা। ব্রোঞ্জও জেতেন আরেক মার্কিন স্প্রিন্টার মেলিসা জেফারসন। তিনি সময় নিয়েছেন ১০.৯২ সেকেন্ড।
আলফ্রেড জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বলেন, ‘আমি নিজের প্রতি বিশ্বাস রেখেছিলাম, যেটা ছিল গুরুত্বপূর্ণ। সেন্ট লুসিয়া থেকে আসা আমার কাছে অনেক অর্থবহ। বিশ্ব ইনডোরেও আমি এটা করেছিলাম। আমি জানতাম সেন্ট লুসিয়ানরা এই রেস দেখবে। তারা ঘরে বসে উদযাপন করছে নিশ্চয়। আমার মনে হয় লোকেরা এখন সেন্ট লুসিয়াকে খুঁজছে। এই জয় এখনও হজম হয়নি, আস্তেধীরে হবে। দেশে ফিরে সবার সঙ্গে উদযাপনে যোগ দিতে অধীর হয়ে আছি আমি।’
২০২৪ সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন ২৩ বছর বয়সী জুলিয়েন। ২০২২ সালে কমনওয়েলথ গেমসে ১০০ মিটারে রুপা জিতেছিলেন তিনি। তিনি উত্তর আমেরিকার ইনডোরে ৬০ মিটার দৌড়ে যৌথভাবে রেকর্ডের মালিক।
Share On:
14 Comments
PIHlMmFU
September 18, 2024 at 9:39pmPIHlMmFU
September 18, 2024 at 9:39pmvQnjonZR
October 30, 2024 at 8:03pmvQnjonZR
October 30, 2024 at 8:03pmbBiFLNyNK
November 08, 2024 at 10:59ambBiFLNyNK
November 08, 2024 at 10:59amcHmOTgzuYcSjtZ
November 14, 2024 at 5:03amcHmOTgzuYcSjtZ
November 14, 2024 at 5:03amNZxiFMTB
November 15, 2024 at 10:35pmNZxiFMTB
November 15, 2024 at 10:35pmLeave A Reply