বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়
দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে আজ রোববার ভোরে বিএনপির সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। বেলা ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। সেখানে ফাতেহা পাঠ করবেন। বেলা দুইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করেছে ‘প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা’ নামের একটি সংগঠন।
এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন গতকাল শনিবার শাহবাগে শহীদ আবু সাঈদ মিলনায়তনে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও শিশু-কিশোরদের নিয়ে জিয়াউর রহমান প্রসঙ্গে ‘গল্প বলা’ অনুষ্ঠান করে।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পৃথক বাণী দিয়েছেন।
Share On:
15 Comments
mwHfFcbaVXAi
February 24, 2025 at 10:48pmmwHfFcbaVXAi
February 24, 2025 at 10:48pmyAMqOymOaMSzDa
March 01, 2025 at 12:59pmyAMqOymOaMSzDa
March 01, 2025 at 12:59pmuMnfKfNcsb
March 09, 2025 at 9:11pmQdyZlygj
March 14, 2025 at 1:11pmQdyZlygj
March 14, 2025 at 1:11pmRfFkaZZbwZcwOj
March 15, 2025 at 12:01pmRfFkaZZbwZcwOj
March 15, 2025 at 12:01pmwvLtmDVHofeRca
March 17, 2025 at 6:24pmLeave A Reply