ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ৪টি আসন ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল জানান, বিএনপি নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, ব্রাহ্মণবাড়িয়ায়-২ ও সিলেট-৫ আসন জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে। তারা খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন।
তিনি আরও বলেন, আসন সমঝোতার মাধ্যমে কোনো শরিক দলকে আসন ছেড়ে দেয়ার পরও যদি বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
‘বাংলাদেশ সংকটকালীন অবস্থায় আছে। কেউ কেউ এ অবস্থায়ও চক্রান্ত করছে’, যোগ করেন বিএনপি মহাসচিব।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুদফায় ২৭২টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এছাড়া ফাঁকা রাখা ২৮টির মধ্যে চারটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিলো বিএনপি।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply