কলম্বিয়ায় ভারি বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটনা ঘটেছে। এতে ১৮ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে আরও ৩০ জন। ভূমিধসের কারণে মেডেলিন ও কুইবদো শহরের সংযোগ সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মারকোয়েজ এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, ৩০ জনের মতো লোক আহত হয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
কারমেন ডি আত্রাতো শহরের মেয়র জিমি হেরেরা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, ভূমধসে বেশ কিছু লোক আহত হয়েছে।
এছাড়া আরও অনেকে আটকা পড়েছে ধ্বংসাবশেষের নিচে। তবে তিনি কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি।
Share On:
1 Comments
igbdffpbvd
November 09, 2024 at 10:28pmMuchas gracias. ?Como puedo iniciar sesion?
Leave A Reply