মিসরের স্কুলে নেকাব নিষিদ্ধ, জোর করা যাবে না হিজাবেও মিসরের স্কুলে নেকাব নিষিদ্ধ, জোর করা যাবে না হিজাবেও মিসরের স্কুলে নেকাব নিষিদ্ধ, জোর করা যাবে না হিজাবেও....
মিসরের স্কুলগুলোতে ছাত্রীদের নিকাব পরা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। হিজাব পরতেও কাউকে বাধ্য করা যাবে না বলে ঘোষণা দিয়েছে তারা। মিসরের রাষ্ট্রায়াত্ত্ব সংবাদপত্র আহরামের বরাতে বুধবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
হিজাব-নেকাব বিষয়ে গত সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন মিসরীয় শিক্ষামন্ত্রী রেদা হেগাজি। এতে বলা হয়েছে, শিক্ষার্থীরা স্কুলে তাদের চুল ঢাকবে কি না, সেটি তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তবে কোনোভাবেই মুখ ঢাকা যাবে না।
মিসরের স্কুলগুলোতে ছাত্রীদের নিকাব পরা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। হিজাব পরতেও কাউকে বাধ্য করা যাবে না বলে ঘোষণা দিয়েছে তারা। মিসরের রাষ্ট্রায়াত্ত্ব সংবাদপত্র আহরামের বরাতে বুধবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
হিজাব-নেকাব বিষয়ে গত সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন মিসরীয় শিক্ষামন্ত্রী রেদা হেগাজি। এতে বলা হয়েছে, শিক্ষার্থীরা স্কুলে তাদের চুল ঢাকবে কি না, সেটি তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তবে কোনোভাবেই মুখ ঢাকা যাবে না।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply