আগামী ২ জানুয়ারি ফরিদপুর এবং ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে জনসভার মধ্যদিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শেষ হবে।
আগামী ২ জানুয়ারি ফরিদপুর এবং ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে জনসভার মধ্যদিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শেষ হবে। উভয় জনসভায় অংশ নেবেন ক্ষমতাসীন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান জানান, আগামী ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে দলীয় জনসভার মধ্যদিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শেষ হবে। তাতে অংশ নেবেন জননেত্রী শেখ হাসিনা।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ। সেই লক্ষ্যে গত ২০ ডিসেম্বর সিলেটে প্রথম জনসভা করে দলটি। সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। পরে ২৬ ডিসেম্বর রংপুরে জনসভা করেন তিনি।
সবশেষ শুক্রবার (২৮ ডিসেম্বর) বরিশালে জনসভায় অংশগ্রহণ করেন সরকারপ্রধান। আগামীকাল ২৯ ডিসেম্বর মাদারীপুর ও গোপালগঞ্জে যাবেন তিনি। পরে ঢাকায় ফিরবেন বঙ্গবন্ধুকন্যা। ধারণা করা হচ্ছিল, এখানেই শেষ জনসভা করবেন শেখ হাসিনা। কিন্তু ইতোমধ্যে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। আগামী ২ জানুয়ারি ফরিদপুর জনসভা করবেন তিনি। আর ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে জনসভার মধ্যদিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শেষ হবে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply