আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যাদের দুয়ারে ধরনা দিতো নির্বাচন বন্ধের জন্য, তাদের দুয়ার বন্ধ হয়ে গেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যাদের দুয়ারে ধরনা দিতো নির্বাচন বন্ধের জন্য, তাদের দুয়ার বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদের মানববন্ধনে এই কথা বলেন তিনি।
ড. হাছান বলেন, বিএনপি নির্বাচন বন্ধের যে আহ্বান জানাচ্ছে, তাতে কারও কোনও সাড়া নেই। দলটির লিফলেট বিতরণ দেখে বানরও ভেনচি খাচ্ছে। সারা বিশ্ব এই নির্বাচনকে গ্রহণ করেছে। তাই অবজারভার (পর্যবেক্ষক) পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রও পাঠাবে।
তিনি বলেন, বিএনপির লিফলেট বিতরণ ও চোরাগুপ্তা মিছিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবস্থা নিতে হবে। এজন্য ইসিকে আহ্বান জানাই। চোরাগুপ্তা হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি।
Share On:
1 Comments
hndimzvsyq
November 10, 2024 at 12:18amMuchas gracias. ?Como puedo iniciar sesion?
Leave A Reply