খুলনার এই উদ্যোক্তা ২০০৫ সালে নিউইয়র্কে পাড়ি জমান। শুরুতে সেখানে চাকরি করলেও এক পর্যায়ে নিউইয়র্কের ক্যানাল স্ট্রিটে নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে ব্যবসায়িক সাফল্য অর্জন করে তিনি একটি শক্তিশালী গ্রুপ গড়ে তোলেন। বর্তমানে নিজস্ব ভবনে তার বড় অফিস রয়েছে এবং তার অধীনে কয়েক শতাধিক মানুষ কর্মরত। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তার মতো এতসংখ্যক প্রতিষ্ঠান গড়ে তোলার নজির খুব কমই রয়েছে।
লায়ন শাহ নেওয়াজ একাধারে নিউইয়র্কের গোল্ডেন এজ হোম কেয়ার, এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ, ক্যারিয়ার একাডেমি অব নিউইয়র্ক, গ্যালাক্সি ড্রাইভিং একাডেমি, এনওয়াই কার অ্যান্ড লিমো সার্ভিসেস, সাপ্তাহিক আজকাল, আজকাল ডিজিটাল এবং গোল্ডেন এজ লাক্সারি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
0 Comments
No Comment YetLeave A Reply