ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বর্তমানে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত। তবে অভিনয় ছাড়েননি। সদ্যই ‘রক্তবীজ’-এ দুর্দান্ত অভিনয় করে আলোচনায় ছিলেন।
আসছে নতুন বছর।আর নতুন বছরে ওটিটিতে অভিষেক হতে চলেছে অভিনেত্রীর। আসছে তাঁর অভিনীত সিরিজ ‘যাহা বলিব সত্য বলিব’। তবে অভিনয় আর রাজনীতি নিয়ে থাকলেও, প্রেম বা সম্পর্কের বিষয়ে নাম ওঠে না মিমির। এমনকী বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তবু বিয়ের নাম নেই তার!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী জানান, প্রেম-বিয়ের জন্য সময় নেই তার।
নিজেকে বিরক্তিকর বলেও দাবি করেন মিমি। সংবাদ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিয়ের প্রশ্ন করতেই মিমি বলেন, কি বলবো, আমি সত্যিই বিরক্তিকর। বিয়ে করার আগে ছেলে পেতে হবে। তার জন্য ডেট করতে হবে।
দেখা করতে হবে, চারটে জায়গায় যেতে হবে। আমি কিছুই করি না। কাজ করি, বাড়ি ফিরি, বই পড়ি, ফোন স্ক্রল করি, তিন ছেলেপুলে (পোষ্য) নিয়ে ব্যস্ত হয়ে যাই।
নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, আমি ডিসিপ্লিনড লাইফে বিশ্বাস করি। থ্রু আউট দ্য ইয়ার।
ওই বছর শেষে বা নতুন বছরের জন্য শুধু নয়। বাবার থেকে শৃঙ্খলাপরায়ণ হতে শিখেছি। সৎ, ভালো মানুষ হতে চেয়েছি সবসময়। আর সমাজকে কিছু ফিরিয়ে দিতে চাই, মানুষকে সাহায্য করতে চাই।
রাজনীতিতে জড়িয়ে অভিনয় জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘না, না। সময় ম্যানেজ করা যায় চাইলে। আই অ্যাম ইন আ পজিশন টু চুজ। যখন একটা কাজ করি, ওটাই করি। তার সঙ্গে আরও পাঁচটা কাজ করি না। আর আমাদের রাজনীতিটা অ্যাকচুয়ালি রাজনীতির লোকের মতো করতে হয় না। আমাদের সেই স্বাধীনতা দেওয়া হয়েছে যে, কাজটা প্রায়োরিটি দেওয়া এবং মানুষের কাজ করা। আমার অফিস থেকে যেন কেউ ঘুরে না যায় পরিষেবা না পেয়ে, সেটা দেখা আমার দায়িত্ব। তাই স্ট্যান্ড বাই থাকে সবসময়।
Share On:
4 Comments
BnPQZnZtdpd
October 23, 2024 at 6:52amBnPQZnZtdpd
October 23, 2024 at 6:52amIojjpBwtO
December 15, 2024 at 3:01pmIojjpBwtO
December 15, 2024 at 3:01pmLeave A Reply