পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ শনিবার রাত ৯টার পর ঘূর্ণিঝড় রিমালে রূপ নেবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।
আজ আবহাওয়া অধিদপ্তরে ঘূর্ণিঝড় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে মো. আজিজুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন মডেল বিশ্লেষণ করে যেসব তথ্য পাচ্ছি, তাতে এটি আজ রাত ৯টার পর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঝড়ের শক্তি বাড়ার আশঙ্কা আছে। যেহেতু সাগরের মাঝ বরাবর দিয়ে আসছে তাতে ডানে-বামে চতুর্দিকে সে শক্তি সঞ্চয় করতে পারছে। যদি ভারতীয় উপকূল ঘেঁষে আসত তবে শক্তি কম থাকত।’
আজিজুর রহমান আরও বলেন, ‘এটি এখন যে অবস্থায় আছে, সেখান থেকে আরও শক্তি সঞ্চয় করে সিভিয়ার বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামীকাল (রোববার) সকালে। বিভিন্ন মডেল আমাদের দেখাচ্ছে যে এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূল—পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের দ্বীপগুলোর মাঝ দিয়ে অতিক্রম করতে পারে। আগামীকাল রোববার সন্ধ্যা ৬টার পর থেকে শুরু হবে সেটি।’
রিমালের অগ্রভাগের প্রভাব আগামীকাল দুপুরের পর থেকে উপকূলে বিভিন্ন অংশে বিভিন্ন রকম হবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের এই পরিচালক আরও বলেন, ‘আর এর প্রভাবে জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে দুই মিটার বা সাত ফুট পর্যন্ত। এটি বাড়তে পারে। যদি জোয়ার থাকে তখন ১০ ফুট পর্যন্ত হতে পারে। ভাটার সময় সাধারণ ঢেউ থেকে দুই মিটার পর্যন্ত বাড়বে। উপকূলের ওই সব এলাকায় ভাটা হয় সন্ধ্যা ৬টার পরে আর জোয়ার আসে রাত ১২টার পর।’
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply