সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা গ্রহণযোগ্য হবে না। সংস্কারের কথা বলে গণতন্ত্রের পথ আটকে রাখবেন, এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না।
আজ রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের বইমেলার স্টল উদ্বোধনকালে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে গড়িমসি করা, আমার কাছে মনে হয় এটাও কোনো স্বাভাবিক বিষয় নয়। জনগণকে অবশ্যই জানাতে হবে নির্বাচন কবে হবে।’
রিজভী আরও বলেন, ‘অনেকেই বলেছেন যে নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে? বিপ্লব তো হয় একটা ক্রেজের ওপর ভিত্তি করে। মানুষ ১৬-১৭ বছর ভোট দিতে পারেনি, ১৭ বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী সরকার পরিবর্তন করতে পারেনি। সুতরাং অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার সেই অধিকারকে হরণ করা হয়েছিল, এটা পুনঃপ্রতিষ্ঠিত করা গণতন্ত্রের অন্যতম শর্ত।’
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও জিয়া স্মৃতি পাঠাগার এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply