গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের পরিবর্তনের জন্য.....
গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের পরিবর্তনের জন্য মানুষ এখন সিদ্ধান্তমূলক কর্মসূচির অপেক্ষা করছে। বিরোধী রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে জনপ্রত্যাশা অনুযায়ী একের পর এক কর্মসূচি দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করবে।
তিনি দলমত নির্বিশেষে দেশ ও জনগণকে রক্ষার এই সংগ্রামে সবাইকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের সামনে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত গণসমাবেশে এসব কথা বলেন মান্না।
গণসমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সরকার জনমতকে উপেক্ষা করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে দেশকে নানাদিক থেকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। একদিকে সরকারের বেপরোয়া তৎপরতায় সংঘাত-সংঘর্ষের আংশকা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশকে কেন্দ্র করে পরাশক্তি সমূহের হস্তক্ষেপের রাস্তাও তারা তৈরি করে দিচ্ছে। সরকারের এই আচরণের জন্য আজকে বাংলাদেশকে অবমাননাকর ভিসানীতির সম্মুখীন হতে হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সরকারের বিদায় নেওয়ার সুযোগ রয়েছে। না হলে গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে এই সরকারকে বিদায় নিতে বাধ্য করা হবে
Share On:
16 Comments
PAEmRdeXIDzkpR
December 21, 2024 at 12:26amPAEmRdeXIDzkpR
December 21, 2024 at 12:26amlgqVkgeYplCLM
December 22, 2024 at 2:28pmlgqVkgeYplCLM
December 22, 2024 at 2:28pmbcriMWvcHZZY
December 26, 2024 at 4:17ambcriMWvcHZZY
December 26, 2024 at 4:17amniOfupDyoMUdzf
December 28, 2024 at 1:25amniOfupDyoMUdzf
December 28, 2024 at 1:25amuvTuzirq
December 30, 2024 at 5:31pmuvTuzirq
December 30, 2024 at 5:31pmLeave A Reply