দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
তিনি বলেছেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস।
আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গত মঙ্গলবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের (জিপিজি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছিলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।
তথ্য উপদেষ্টার সেই বক্তব্যের বিষয়টি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি বলব তা তিনি মিথ্যা বলেছেন। উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক। পৃথিবীতে যত সংস্কার হয়েছে, তা রাজনীতিবিদেরা করেছেন। সব সংস্কার হয়েছে পার্লামেন্টে। ব্রিটেন বলেন বা আমেরিকা বলেন—সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে, তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে। সংস্কার নিয়ে বাড়াবাড়ি আর রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা।’
সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, একেকটা দেশে একেকটা সময়ে যে ডিমান্ড (চাহিদা তৈরি) হয়, সে অনুযায়ী সংস্কার হয় এবং তা করেছেন রাজনীতিবিদেরা। একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না। এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিব উন নবী খান, শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ।
Share On:
12 Comments
RmkjoadptPKMjxg
December 27, 2024 at 12:28amRmkjoadptPKMjxg
December 27, 2024 at 12:28amIDoFShITv
January 01, 2025 at 8:05amIDoFShITv
January 01, 2025 at 8:05amfLOGOYJlvtDjRd
January 02, 2025 at 1:22amfLOGOYJlvtDjRd
January 02, 2025 at 1:22amsnFjUzKFxVxZEhs
January 02, 2025 at 7:09pmsnFjUzKFxVxZEhs
January 02, 2025 at 7:09pmepcemnCceFNhO
January 03, 2025 at 3:45pmepcemnCceFNhO
January 03, 2025 at 3:45pmLeave A Reply