১২–দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসাসহ মানুষের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের পর্যাপ্ত উদ্যোগ না থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি অল্প সময়ের মধ্যে মানববন্ধন, সমাবেশসহ আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেন। বৈঠকে জোটের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ১২–দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
বৈঠক শেষে ১২–দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসাসহ মানুষের প্রাত্যহিক বিভিন্ন সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের পর্যাপ্ত উদ্যোগ না থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি অল্প সময়ের যুগপৎ আন্দোলনের কর্মসূচি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply