গাজীপুরের টিএনজেড কারখানা চালু হয়েছে। সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। আজ শনিবার
বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানাটি ২৩ দিন পর খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।
জেলার অন্য কারখানাগুলোর পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এর আগে টিএনজেড অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষের ও শ্রম মন্ত্রণালয়ের দেওয়া কথা অনুযায়ী গত বৃহস্পতিবার সন্ধ্যায় সব শ্রমিকের বেতন–ভাতা পরিশোধ করা হয়।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পাঁচটি কারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন করেন। সর্বশেষ বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে গত সোমবার রাত ১০টা পর্যন্ত টানা তিন দিন ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। বৃহস্পতিবার বেতন পরিশোধের পর কারখানার সামনে নোটিশ টানিয়ে জানানো হয়, আজ শনিবার থেকে কারখানা খোলা থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী শ্রমিকেরা যথারীতি আজ সকাল থেকে কাজে যোগদান করেছেন।
কারখানার অপারেটর মো. সুমন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই আমাদের মোবাইলের অ্যাকাউন্টে বেতন পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের আরও কিছু বেতন বকেয়া রয়েছে, যেটি ৩০ নভেম্বরের মধ্যেই পরিশোধ করবে বলে আমাদের জানিয়ে দিয়েছে। আমরা আশা করছি কারখানা কর্তৃপক্ষ তাদের সেই কথাও রাখবেন।’
আরেক শ্রমিক মো. সুমন বলেন, ‘আমরা ঘর ভাড়া নিয়ে থাকি। বাড়ির পাশের দোকান থেকে বাকি খাই। মাস শেষে যখন বেতন পাই, এইগুলা পরিশোধ করে দেই। বেতন না পাওয়ার লাইগা অনেক দিন এগুলো দিতে পারি নাই। মালিকের কথা হুনতে হইছে। দোকানদার টাকা চাইছে। বাধ্য হইয়াই রাস্তায় নামতে হইছে। সারা মাস কাম করি, মাস শেষে বেতনটা পেলে এর চেয়ে আর আমাগো বেশি কিছু দরকার নাই। আমরা সময়মতো আমাগো বেতনটা চাই।’
টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান মো. হেদায়তুল হক বলেন, বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। এ ছাড়া আরও কিছু বকেয়া রয়েছে, যেগুলো চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই পরিশোধ করা হবে। আজ সকাল থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন।
Share On:
155 Comments
fDJxcaRfc
November 26, 2024 at 2:36amfDJxcaRfc
November 26, 2024 at 2:36amNiubdxQLNt
November 27, 2024 at 1:16amNiubdxQLNt
November 27, 2024 at 1:16amwvMgnQEUUKOda
November 27, 2024 at 10:51pmwvMgnQEUUKOda
November 27, 2024 at 10:51pmZVAZzgzG
November 28, 2024 at 9:08pmZVAZzgzG
November 28, 2024 at 9:08pmzHyjFFbJA
November 29, 2024 at 4:24pmzHyjFFbJA
November 29, 2024 at 4:24pmLeave A Reply