সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইসব অঞ্চল ছাড়াও টাংগাইল, ঢাকা, বরিশাল ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply