কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদসহ ৯ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) জুমআ’র নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সমানে এসে সমাবেশ করে। পরে তারা বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের শহর বাইপাস নগর জালফৈ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এসময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দেয়। এতে পুলিশ নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। বিকাল ৪ টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শেষ করে মহাসড়ক ছেড়ে চলে যান। পরে উভয় পাশে যানচলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন জানান, পুলিশ অতি ধৈর্য সহকারে
দায়িত্ব পালন করেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply