৯ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ করেছেন সাধারন শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এর পরে শিক্ষার্থীরা সেখান থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে গিয়ে মিছিল করেন।
মিছিলটি দুপুর ২ টার দিকে শুরু করে টাঙ্গাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসেন তারা।
শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে বিজিবি, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী জানান, শিক্ষার্থীরা জেলা প্রশাসক মো. কায়ছুরুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
জেলা প্রশাসকের হয়ে আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply