আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নত করেছে বাতাসের গুণমান পর্যবেক্ষণকারী সুইডিশ প্রতিষ্ঠান আইকিউ এয়ার।
এদিন সকাল ৯টা ১১ মিনিটে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছিল ঢাকা।
স্কোর ছিল ৩৬২, যা বাতাসের মানকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বলে নির্দেশ করে।
একই সময় ২৭৬ ও ১৬৭ স্কোর নিয়ে তালিকায় ৩ ও ৮ নম্বরে ছিল যথাক্রমে ভারতের কলকাতা ও দিল্লি।
১৫২ স্কোর নিয়ে মুম্বাই ছিল ১৩ নম্বরে। ২৬২ ও ১৭০ স্কোর নিয়ে ৪ ও ৬ নম্বরে পাকিস্তানের করাচি ও লাহোর।
৩৪৭ স্কোর নিয়ে বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো ২, ১৭৭ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন ৫ ও ১৬৮ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ ৭ নম্বরে অবস্থান করছিল।
১৬৫ ও ১৬৪ স্কোর নিয়ে চীনের শেনইয়াং ও নেপালের কাঠমান্ডু ছিল যথাক্রমে ৯ ও ১০ নম্বরে। সূত্র: আইকিউ এয়ার
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply