আপনি নিজেকে প্রস্তুত করেছেন তো ইউরোপের ভিসা পাবার মতো যোগ্য করে? আচ্ছা, এত কোটি মানুষের মধ্যে আপনাকে তারা কেনো ভিসা দিবে? আপনি কি অন্যদের থেকে সেরা, বা আপনি কি সেরাদের একজন?
আপনি কি স্বপ্ন দেখছেন ইউরোপে প্রবাসী জীবনের? তাহলে লাইফ পরবর্তী সময়ের জন্য প্ল্যান করে ফেলুন এবং এই লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন।
ঠিক আপনার মতই আমিও স্বপ্ন দেখতাম প্রবাস জীবনের। ইউরোপ বা আমেরিকায় স্যাটেল হওয়ার স্বপ্ন দেখতাম। আর তার জন্য আইনজীবী হওয়ার শখটাকেও বিসর্জন দিতে হয়েছিল। আইনজীবী হইনি, তবে ইউরোপের একটা উচ্চ ডিগ্রি সহ, দু-একটা ডিপ্লোমা শেষ করার সুযোগ মিস করিনি। তবে এবার আসা যাক কাজের কথায়.......
আপনি নিজেকে প্রস্তুত করেছেন তো ইউরোপের ভিসা পাবার মতো যোগ্য করে? আচ্ছা, এত কোটি মানুষের মধ্যে আপনাকে তারা কেনো ভিসা দিবে? আপনি কি অন্যদের থেকে সেরা, বা আপনি কি সেরাদের একজন? আপনাকে দিয়ে তাদের লাভ কি? হ্যা যদি এগুলো প্রশ্নের জবাব আপনার কাছে থাকে, তাহলেই আপনি ভিসা পাবেন। তাছাড়া কোন কারণ নেই আপনাকে ভিসা দেওয়ার। আপনার যথেষ্ট কোয়ালিফিকেশন আছেতো ইউরোপের সাথে মানিয়ে নিতে? যেমন, ভালো একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আপনাকে জানার জন্য আপনার একাডেমিক ব্যাগগ্রাউন্ড একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা এর মাধ্যমেই আপনাকে নিয়ে ধারনা নিবে। সুতরাং, ভালো একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড তৈরির কোন বিকল্প নেই। আপনার কমিউনিকেশান স্কিল কেমন আছে?
আপনাকে বাংলা ব্যতিত ইংরেজি বা অন্য কোন ভাষায় দক্ষ কিনা? আপনার IELTS বা GRE এর স্কোর কেমন? এটা না থাকলে এখানেই ধাক্কাটা খাবেন। আপনার ফাইল প্রসেসিং এর সময় প্রথম বার, এবং কাঙ্খিত দেশে যাওয়ার পর দ্বিতীয়বার। কারন, একটা বোবা আর আপনার সাথে তেমন কোন পার্থক্য থাকবে না যদি কমিউনিকেশন স্কিল না থাকে। সুতরাং, ইউরোপ যাওয়ার আগে ইংরেজি সহ আরও দু-একটা ভাষা শিখার চেষ্টা করুন। কারণ, ইউরোপের অনেক দেশ আছে, তারা ইংরেজি বলতে পছন্দ করে না। যেমন: ফ্রান্স, জার্মান।
আপনার কোন কারিগরি জ্ঞান আছেতো অন্তত কোন একটা বিষয়ে? যেকোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে, যেকোন কাজ করার মনমানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং, বিদেশে আসার আগে, ড্রাইভিং, প্রফেশনাল সেইফ কোর্স , কম্পিউটারিং, ইলেকট্রেশিয়ান সহ আরও কারিগরি বিষয়ে আপনাকে অবশ্যই দক্ষ হয়ে আসতে হবে। তাহলে বেঁচে গেলেন।
এ বিষয় গুলো মাথায় রেখে আগালে আপনার যাত্রা সহজতর হবে। তা না হলে আপনাকে কঠিন মূল্য দিতে হবে। আপনার প্রবাস যাত্রা শুভ হোক।
Share On:
62 Comments
tXbUJFEyUvmleND
October 30, 2024 at 8:02pmtXbUJFEyUvmleND
October 30, 2024 at 8:02pmYynQodPiAZwMARw
November 04, 2024 at 11:45pmYynQodPiAZwMARw
November 04, 2024 at 11:45pmbcTghTbycBzW
November 22, 2024 at 4:03pmbcTghTbycBzW
November 22, 2024 at 4:03pmfqsTLwowKF
November 26, 2024 at 2:39amfqsTLwowKF
November 26, 2024 at 2:39amoHHDYNvjqRo
November 27, 2024 at 1:19amoHHDYNvjqRo
November 27, 2024 at 1:19amLeave A Reply