আট কুকুরছানা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নিশি রহমান পুলিশের হেফাজতে।
কুকুরের ডাকাডাকিতে বিরক্ত হয়ে আটটি জীবিত কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ফেলে হত্যার অমানবিক অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের এক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করেছে|
এমন নৃশংস ঘটনায় বাকরুদ্ধ পুরো দেশ। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার পরিবারকে সরকারি বাসভবন ছাড়ার নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
হৃদয়বিদারক দৃশ্য ও স্থানীয়দের ক্ষোভ
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে এই হৃদয়বিদারক দৃশ্যের দেখা মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আটটি কুকুরছানার নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। মা কুকুরটি তাদের শরীরের গন্ধ শুঁকে স্পন্দন বোঝার চেষ্টা করছিল। যখন বুঝতে পারে তার সন্তানগুলো আর বেঁচে নেই, তখন পাগলপ্রায় মা কুকুর যেন বাকরুদ্ধ হয়ে আর্তনাদ করতে থাকে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে থাকতো টম নামের এই মা কুকুরটি। এক সপ্তাহ আগে সে আটটি বাচ্চা প্রসব করে। হঠাৎ গত রোববার সকাল থেকে মা কুকুরটিকে পাগলপ্রায় অবস্থায় চিৎকার ও ছোটাছুটি করতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার বাচ্চাদের না পেয়েই এই ছুটাছুটি।
যেভাবে ঘটল ঘটনা
উপজেলা পরিষদের কর্মচারীরা মা কুকুরটির আর্তনাদ শুনে ও বাচ্চাগুলোর খোঁজে অনুসন্ধান শুরু করেন। পরে তারা জানতে পারেন, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান বস্তাবন্দি করে আটটি কুকুরের বাচ্চাকে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছেন। পরে বাচ্চাগুলো উদ্ধারের পর মাটিচাপা দেন অফিসের কর্মচারীরা।
অভিযুক্তের স্বামীর স্বীকারোক্তি
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন জানান, তার স্ত্রী বিরক্ত হয়ে বাচ্চাগুলোকে কাজের মহিলাকে দিয়ে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিয়েছে।
এদিকে অভিযুক্ত নিশি খাতুন স্বীকার করেন, তিনি কুকুরছানাগুলোকে ব্যাগে করে পুকুরপাড়ে রেখে এসেছিলেন, তবে কীভাবে পুকুরে পড়েছে তা তিনি জানেন না।
প্রশাসনের পদক্ষেপ
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার বিষয়ে খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেন, তাদের সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে এবং উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মামলার পর গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌর সদরে রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। বিষয়টি গুরুত্ব দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ও মহাপরিচালক দুজনেই ফোন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply