| |
ভিডিও
ads for promotions
/
আওয়ামী সরকারের পতন না ঘটানো পর্যন্ত সংগ্রাম চলবে : ১২ দলীয় জোট

আওয়ামী সরকারের পতন না ঘটানো পর্যন্ত সংগ্রাম চলবে : ১২ দলীয় জোট

নিউজ ডেস্ক: নাগরিক আলো

প্রকাশিত: 10 December, 2023

  • 55
বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট আয়োজিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘এই সরকার গত ১৫ বছরে জুলুম-অত্যাচারের আঘাত জনগণের পিঠে বসিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমাদের সংগ্রাম, জনতার সংগ্রাম চলছে চলবে।’

আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন মোস্তফা জামাল। এ সময় মানববন্ধন শেষে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল করে, যেটি বিজয়নগর থেকে প্রেসক্লাব কদমফোয়ারা মোড় ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘বাংলাদেশে অতীতেও একতরফা নির্বাচন ও একদলীয় শাসন ব্যবস্থা জনগণের অধিকারগুলোকে চরমভাবে লঙ্ঘন করছে। আওয়ামী লীগ দেশপ্রেমিক ছাত্র-যুবক, পেশাজীবী, ব্যবসায়ীসহ অগণিত মানুষ গুম করেছে। খুন করেছে বাংলাদেশের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে এই সরকারের বিরুদ্ধে চলছে ভোটাধিকার  আদায়ের গণআন্দোলন। এই সরকার সর্বত্র মানবাধিকার লঙ্ঘন করে দেশকে বানিয়েছে নিপীড়ন-নির্যাতনের অঙ্গরাজ্য। জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে জনগণের ওপর বাকশাল কায়েম করে দিয়েছে।’

মানববন্ধনে বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এই সরকার ভারতকে খুশি করতে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দিয়েছে। এবার এই ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবে না। আওয়ামী লীগ সরকারের পতন বাংলার মাটিতে হবেই।’

এ সময় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, ‘বাংলার মজলুম মানুষ আওয়ামী জালীম শাহী সরকারের কাছে গত ১৫টি বছর ধরে মানবাধিকারের নামে সারি সারি রক্তাক্ত লাশ পেয়েছে। এই সরকার বিনাবিচারে ক্রসফায়ারে হত্যা, বাসায় খুন, কারাগারে খুন, জেল হাজতে মানুষ হত্যা করেছে। তাই এই সরকার মানবতাবাদী নয়, ফ্যাসিবাদী সরকার।

জাতীয় পার্টির ( কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সভাপতিত্বে ও বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব  মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন ও আলহাজ্ব সেলিম মাস্টার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির এম এ বাশার, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম রওনক, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, আসাদুর রহমান খান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, বাংলাদেশ লেবার পার্টি মো. আমিনুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, হান্নান আহম্মেদ বাবলু, কাজী মো. নজরুল, ইসলামী ঐক্যজোটের বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, ইলিয়াস রেজা, বাংলাদেশ জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম ও মো. মনসুরসহ আরও অনেকে।


Share On:

0 Comments

No Comment Yet

Leave A Reply

Nagorik Alo is committed to publish an authentic, Informative, Investigate and fearless journalism with country’s people. A highly qualified and well knowledged young team of journalists always fetch real news of the incidents or contemporary events. Providing correct news to the country's people is one kinds of community service, Keeping this in mind, it always publish real news of events. Likewise, Nagorik Alo also promised to serve the Bangladeshi people who reside in out of the country.

সম্পাদক : মোঃ ইলিয়াস হোসেন ব্যবস্থাপনা সম্পাদক : আরিফুর রহমান info@nagorikalo.com যোগাযোগ : 30/A, সাত্তার সেন্টার ( হোটেল ভিক্টরি) লেভেল 9, নয়া পল্টন, ঢাকা--১০০০ +8801753634332

© ২০২৩ nagorikalo.com