ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বলেছেন, ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে বর্তমানে উপদেষ্টা সরকার সবচেয়ে বেশি জনমতের সরকার। তারপরও তাদের শক্তিশালী ভূমিকা নজরে আসছে না।
তিনি বলেন, স্বৈরাচারী সরকারের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, সিন্ডিকেটের হাত অনেক বড় লম্বা। কাজেই সিন্ডিকেট ভাঙা যাবে না। তাহলে পতিত সরকারের চেয়েও কী এখন সিন্ডিকেটের হাত লম্বা? তাহলে কেন বাজার নিয়ন্ত্রণে আসছে না, জিনিসপত্রের দাম কমছে না।
রবিবার (১৩ অক্টোবর) ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকার কখনো বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেননি। তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেছেন। ভারতকে খুশি করতে রাজনীতি করেছেন।
সভায় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, আমানউল্লাহ, শফিকুল ইসলাম, মোস্তফা কামাল, এইচএম রফিকুল ইসলাম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
Share On:
22 Comments
swffHBHwFAxLgWv
October 23, 2024 at 6:50amswffHBHwFAxLgWv
October 23, 2024 at 6:50amdQoSSmYf
November 08, 2024 at 10:58amdQoSSmYf
November 08, 2024 at 10:58ammhJAjjkwjtgvd
November 09, 2024 at 9:43ammhJAjjkwjtgvd
November 09, 2024 at 9:43amRYVcbIXFOtbk
November 10, 2024 at 8:35pmRYVcbIXFOtbk
November 10, 2024 at 8:35pmiYfsBeRWMrW
November 26, 2024 at 2:39amiYfsBeRWMrW
November 26, 2024 at 2:39amLeave A Reply