বাংলাদেশী পর্যটকদের জন্য ফি কমিয়েছে ভুটানের রাজকীয় সরকারের পর্যটন বিভাগ। নতুন নীতি অনুযায়ী বাংলাদেশী পর্যটকদের ‘টেকসই উন্নয়ন ফি’ হিসেবে প্রতিবছর ১৫ ডলার দিতে হবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া নতুন নীতিমালা অনুযায়ী বছরে ১৫ হাজার বাংলাদেশী পর্যটন ভুটান যেতে পারবেন। রোববার (২ জুন) থেকে এ নীতি কার্যকর হয়েছে।
২০২২ সালে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করে ভুটান সরকার। তবে গত বছর এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়। বাংলাদেশী পর্যটকদেরও এ ফি দিতে হতো। তবে ভারতের পর্যটকদের জন্য এই ফি ১৫ ডলারের মতো। বাংলাদেশীদের জন্যও সে ফি কমিয়ে এখন ১৫ ডলার করা হলো।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরো সুসংহত হয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply