২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। মূল পর্বে কে কোন গ্রুপে পড়ে, সেটা নিশ্চিত হয়েছে গতকালই। বিশ্বকাপে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে হয়েছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনাল। ফাইনালে চামারি আতাপাত্তুর দুর্দান্ত সেঞ্চুরিতে স্কটল্যান্ড নারী দলকে ৬৮ রানে হারায় শ্রীলঙ্কা। বিশ্বকাপের মূল পর্বে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে লঙ্কানরা। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড—মূল পর্বে ‘বি’ গ্রুপের এই চার দলের বিপক্ষে খেলবে বাছাইপর্বের রানার্সআপ স্কটল্যান্ড।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্কটল্যান্ড অধিনায়ক সারাহ ব্রাইস। প্রথমে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৮.৪ ওভারে ৩ উইকেটে ৫৫ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মাঝে ওপেনিংয়ে নামা আতাপাত্তু একপ্রান্ত আগলে খেলতে থাকেন। লঙ্কান অধিনায়ক চতুর্থ উইকেটে নিলাক্ষীকা সিলভার সঙ্গে ৬৫ বলে ১০৬ রানের জুটি গড়তে অবদান রাখেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে লঙ্কানরা। ৬৩ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০২ রান করেন আতাপাত্তু। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি।
১৭০ রান তাড়া করতে নেমে ২৩ রানে ৪ উইকেট হারায় স্কটল্যান্ড। পঞ্চম উইকেটে প্রিয়ানাজ চ্যাটার্জি ও লরনা জ্যাকের ৪১ বলে ৪০ রানের জুটিটা শুধু হারের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানে থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস। শ্রীলঙ্কার সেরা বোলার উদেশিকা প্রবোধনি ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন তিনি। সেঞ্চুরিয়ান আতাপাত্তুই হয়েছেন ম্যাচ-সেরা। বাছাইপর্বের সেরা খেলোয়াড় স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। ১৭৭ রানের পাশাপাশি নিয়েছেন ৯ উইকেট।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল দুটিই হবে মিরপুরে। ৩ অক্টোবর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই মিরপুরে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। একই মাঠে একই দিনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল হবে ২০ অক্টোবর।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply