চার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের শিক্ষকরা।
সোমবার (১ ডিসেম্বর) কর্মবিরতির অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে, পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চার দাবিতে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করা—চার দফা দাবির অন্যতম। এ দাবিগুলো বাস্তবায়নের উদ্দেশে কর্মবিরতি চলছে। বাস্তবায়ন না হলে কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply