বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার কবির ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল রিকুকে গতকাল বৃহস্পতিবার শনির আখড়া থেকে পুলিশ তুলে নিয়ে গেছে।
তবে ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মধুসূদন দাস প্রথম আলোকে বলেন, থানা-পুলিশ তাঁদের দুজনের কাউকে আটক বা গ্রেপ্তার করেনি।
ছাত্রদলের বর্তমান ও সাবেক দুই ছাত্রদল নেতার বিষয়ে দেওয়া বিবৃতিতে বিএনপির রুহুল কবির রিজভী বলেন, ইখতিয়ার কবির ও মোস্তফা কামালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া এবং তাঁদের খোঁজ না দেওয়ার ঘটনা অমানবিক।
তাঁদের এভাবে গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। এ ধরনের ভীতিকর পরিস্থিতিকে প্রতিষ্ঠিত সংস্কৃতিতে পরিণত করেছে আওয়ামী ‘অবৈধ’ সরকার।
এদিকে ১৯ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-ডেমরা থানা বিএনপি নেতা আনিসুজ্জামানকে উত্তরা থেকে আটকের পর এখন পর্যন্ত তাঁকে আদালত কিংবা থানায় হস্তান্তর করা হয়নি বলে দাবি করেছে বিএনপি।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply