ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে এই প্রকল্পটি পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন।
বাংলাদেশে আজ ইন্টারনেট শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা মানুষের গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার। গত সরকারের সময়ে ইন্টারনেট বন্ধ হলে দেশের সব সেক্টর ক্ষতির সম্মুখীন হয় এবং মানুষের দৈনন্দিন জীবন ব্যহত হয়। এ ছাড়া ইন্টারনেটের মূল্য সহজলভ্য না হওয়ায় অনেকেই এখনও ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত। বিএনপি সব সময় বিশ্বাস করে ইন্টারনেট সবার অধিকার, সবার জন্য উন্মুক্ত। তাই বিএনপির আইসিটির মূলনীতি হলো— প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও স্বাধীন ইন্টারনেট নিশ্চিত করা।
এ বিশ্বাস থেকেই সবার জন্য ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে বিএনপির ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসের উদ্যোগে দেশব্যাপী চালু করছে ফ্রি পাবলিক ওয়াইফাই জোন প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় প্রতিটি এলাকার গুরুত্বপূর্ণ স্থানে তৈরি করা হবে কিছু ফ্রি ওয়াইফাই জোন। যেখানে মানুষ ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে এই প্রকল্পটি পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন। যেখানে মাত্র ৩০ দিনে ৫টি ফ্রি ওয়াইফাই লোকেশনে প্রায় ১৯ হাজারবার ব্যবহারের মাধ্যমে ১৪ হাজার ঘণ্টার বেশি সময় মানুষ ফ্রি ইন্টারনেট সেবা ব্যবহার করেছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply