ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, পুলিশ হত্যা, পিটানো মানবাধিকারের লঙ্ঘন। বিএনপির নেতা কর্মীরা পুলিশ হত্যা করে পুলিশের মানবাধিকার লঙ্ঘন করছে।
বিএনপির নেতাকর্মীরা পুলিশ হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করছে: ডিবি প্রধান
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, পুলিশ হত্যা, পিটানো মানবাধিকারের লঙ্ঘন। বিএনপির নেতা কর্মীরা পুলিশ হত্যা করে পুলিশের মানবাধিকার লঙ্ঘন করছে। রোববার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকার পতনের একদফা আন্দোলনে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছিল আওয়ামী লীগ। অন্যদিকে মতিঝিলে সমাবেশ করে জামায়াতে ইসলামী।
সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়, কাকরাইল ও পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশের এক কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে মারা যান আরও একজন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply