বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, রেজা কিবরিয়া শুধু তার এলাকায় নয়, সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে। তার মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সহায়তা হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসন অত্যান্ত অসুস্থ। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুন সেই দোয়া সবাই করছি।’
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply