দুই বছরেরও বেশি সময় আগে উইন্ডোজ ১১ উন্মোচন করে মাইক্রোসফট। উইন্ডোজ ১২ নিয়ে গুঞ্জনও ছড়িয়ে পড়েছে।এর পরিপ্রেক্ষিতে পুরনো ভার্সনের উইন্ডোজে সাপোর্ট বন্ধ করে দিয়েছে স্টিম। এর মধ্যে উইন্ডোজ ৭, ৮ ও ৮.১ রয়েছে।
বিশ্বের অন্যতম অনলাইন গেম স্টোর স্টিম ২০২৩ সালের মার্চে এক ঘোষণায় নির্দিষ্ট কিছু অপারেটিং সিস্টেমে সাপোর্ট বন্ধ করার কথা জানায়।
২০২৪ সালের জানুয়ারি থেকে এসব উইন্ডোজ ভার্সনে আর সাপোর্ট দেবে না স্টিম। ফলে ব্যবহারকারীদের অবশ্যই উইন্ডোজ ১০, ১১ অথবা ১২তে চলে আসতে হবে।
স্টিম যখন ঘোষণা দেয় তখন ব্যাপারটি প্রযুক্তি খাতের অনেককেই অবাক করেছিল। তবে নয় মাসেরও বেশি সময় হাতে থাকায় খুব বেশি গুরুত্ব দেয়নি অনেকে।
কিন্তু এখন সময় শেষ দিকে, তাই বাধ্য হয়েই সবাইকে এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিদরা।
২০২৩ সালে নভেম্বরে স্টিমের হার্ডওয়্যার ও সফটওয়্যার সমীক্ষা অনুসারে, শুধু ১ শতাংশ স্টিম ব্যবহারকারী এখনো উইন্ডোজের পুরনো ভার্সন ব্যবহার করছেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply